শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে উপজেলা শহরের আড়াইআনী চকপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বাবুল মিয়া নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাবুল পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে।
অন্যদিকে, দাওধারা কাটাবাড়ী এলাকার বন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, নালিতাবাড়ী পৌর এলাকার বাবুল মিয়া দু’টি বিয়ে করেন। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চকপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আর্থিক সংকটের কারণে ভাড়া বাড়িটি ছেড়ে দিলে ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে তিনি রাত যাপন করতেন। শুক্রবার রাতে স্থানীয় একটি দোকান থেকে কয়েল কিনে এনে ওই বাড়িতে রাত যাপনের উদ্দেশে যান বাবুল মিয়া। পরে আজ বিকেলে স্থানীয়রা ওই ঘরে বাবুল মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
অপরদিকে, গত কয়েকদিন আগে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে উপজেলার দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। শনিবার বিকেলে পাহাড়ি বনে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এমআর/সবা
শিরোনাম
শেরপুরে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার
-
শেরপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৮:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ।
- 128
জনপ্রিয় সংবাদ
























