রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার সর্বদলীয় বিপ্লবী জনতা।
শনিবার (১২ জুলাই) বিকেল ৬ টায় সিংড়া বাসস্ট্যান্ড মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের মাদ্রাসা মোড়, কোর্টমাঠ, থানামোড় হয়ে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে শতশত মানুষ যোগ দেন। একপর্যায়ে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
সিংড়া উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, সিংড়া জামায়াতে ইসলামীর আমীর আ.ব.ম আমানুল্লাহ, সেক্রেটারি এনতাস, জামায়াতে ইসলামীর পৌর আমীর সাদরুল উলা, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী এসএম জার্জিস কাদির বাবু প্রমূখ।
বিক্ষোভে এনসিপির নাটোরের প্রধান সমন্বয়কারী জার্জিস কাদির বাবু বলেন, দেশের ছাত্রজনতা যে আশায় ২৪ সালের জুলাইতে রাজপথে নেমেছিল, বড় একটি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তা প্রতিনিয়ত ভঙ্গ করে চলেছে। মিটফোর্ডে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
জামায়াতে ইসলামীর নাটোর- ৩সিংড়া আসনের মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান বলেন, গত ৯ জুলাই ব্যবসায়ীকে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, তা একেবারে আইয়ামে জাহিলিয়াত যুগের মতো। এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না।
এমআর/সবা
























