দুই দিনের ব্যবধানে দেশের চারটি জেলায় বিদ্যুৎ লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির চারজন কর্মী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই মৃত্যুকে “অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত” বলে আখ্যায়িত করেছেন।
নিহত কর্মীদের পরিচয়:
মোঃ কাউসার আলম, লাইনম্যান গ্রেড-২, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি
মোঃ রোকন উদ্দীন, মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি
কাজী বায়েজিদ হোসেন আকাশ, লাইনম্যান গ্রেড-২, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি
মোঃ আরিফুল ইসলাম, মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
প্রতিটি ঘটনায় কর্মীরা লাইনে কাজ করার সময় বৈদ্যুতিক শক, সরঞ্জামগত ত্রুটি বা উচ্চতা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়।
বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা যায়, প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি কিংবা পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এসব দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।
নিহতদের সহকর্মীরা জানাচ্ছেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করি, কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সঠিক উদ্যোগ দেখা যায় না।”
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (REB) এবং সংশ্লিষ্ট সমিতিগুলো নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে এবং তাদের সন্তানদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছে।
নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ
বিশেষজ্ঞরা বলছেন, এই চারটি মৃত্যুই আমাদের বিদ্যুৎ খাতে মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল, তা স্পষ্ট করে তুলছে। জরুরি ভিত্তিতে নিরাপত্তা প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
এ ঘটনায় শোক জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সদস্যরা।
নিহতদের আত্মার শান্তি কামনা ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশবাসী।
























