খালেদা জিয়া তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি না, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া
ঘরে ঘরে- শ্লোগানে শ্লোগানে এক সময় যে কর্মী রাজপথ কাপাতো, সেই
কর্মী দীর্ঘ ৫ বছর যাবত স্টোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে অসুস্থ অবস্থায়
বিনা চিকিৎসায় ঘরের কোণে ধুকছে। স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন
ধারণ করে চলেছেন দিনের পর দিন। উন্নত চিকিৎসা না পেয়ে বাড়িতেই
কাতরাচ্ছেন সাবেক ওই ছাত্রদলকর্মী। বলছিলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার
সাতেঙ্গা গ্রামের মৃত রোস্তম আলীর একমাত্র ছেলে সাবেক ছাত্রদল কর্মী
বোরহান উদ্দিন রতনের (৩৫) কথা। বর্তমানে রতনের সংসারে স্ত্রী ও ছোট্ট একটি
কন্যা সন্তান রয়েছে। অপরাপর কর্মীদের কাছে রতনের মানবেতর জীবন ধারণ ও
চিকিৎসা না পাওয়ার কথা শুনে শনিবার (১২ জুলাই) বিকেলে সাতেঙ্গা গ্রামে
ছুটে যান ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ
বাচ্চু। সেখানে রতনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় রতন নানা সমস্যার কথা
জানান বিএনপির সাবেক এই নেতাকে। পরে রতনের চিকিৎসার ব্যাপারে
পরিচিত বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। উন্নত
চিকিৎসা পেলে রতন সুস্থ হওয়ার আশ্বাস পান ডাক্তারের কাছ থেকে। পরবর্তীতে
রতনের চিকিৎসার সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন রতনের পরিবারকে। এ ছাড়া
সাতেঙ্গা ওয়ার্ড বিএনপির সদস্য জবান আলীকে দেখতে যান তার বাড়িতে।
সেখানে তার শারীরিক খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে
তিনি সহযোগিতা করবেন বলে তাকেও আশ্বাস প্রদান করেন।
সাবেক বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমার কর্মীদের কাছে
খবর পেয়ে সাতেঙ্গা গ্রামে রতনকে দেখতে যাই এবং তার পরিবার ও তার শারীরিক
খোঁজ খবর নিই। রতনের কথা শুনে সেখান থেকে আমার পরিচিত চিকিৎসককে
ফোন দিই এবং দ্রুতই তার কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলি। রতন
স্বৈরশাসন আমলে রাজপথে ছিল। সে ছাত্রদলের সাবেক কর্মী। পাশাপাশি একই
গ্রামের ওয়ার্ড বিএনপির সদস্য অসুস্থ জবান আলীর শারীরিক খোঁজ খবরও
নিই এবং উনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানাই। এ সময়
ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে তার বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
শিরোনাম
ভালুকায় অসুস্থ ছাত্রদলকর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক বিএনপি নেতা
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- ।
- 220
জনপ্রিয় সংবাদ
























