১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রতন রায়ের পিতার শেষকৃত্য সম্পন্ন

{"data":{"pictureId":"3cf51d12082640adbec0777c7a4bd7d1","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

সাংবাদিক রতন রায়ের পিতা, রাজারহাট উপজেলার দেবীচরণ গ্রামের প্রবীণ বাসিন্দা মধুসূদন রায় (৬৬)-এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তিনি রবিবার (১৩ জুলাই), ভোর চার ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। পরে রবিবার দুপুর একটায় উপজেলার শীতলির দিঘী মহাশ্মশানে সৎকার সম্পন্ন করা হয়।
মধুসূদন রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন ভর্তি থাকার পর তিনি পরলোক গমন করেন।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজারহাট উপজেলার হিন্দু যুব মহাজোট সকল সদস্য,  ও হিন্দু বৌদ্ধ -খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, আহ্বায়ক সুভাষ সরকার   এবং  পুজা উদযাপন ফ্রন্ট, আহ্বায়ক পীযুষ রায়, সদস্য সচিব – স্বপন সাহা   এর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন। এসময়  শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনেরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক রতন রায়ের পিতার শেষকৃত্য সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

সাংবাদিক রতন রায়ের পিতা, রাজারহাট উপজেলার দেবীচরণ গ্রামের প্রবীণ বাসিন্দা মধুসূদন রায় (৬৬)-এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তিনি রবিবার (১৩ জুলাই), ভোর চার ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। পরে রবিবার দুপুর একটায় উপজেলার শীতলির দিঘী মহাশ্মশানে সৎকার সম্পন্ন করা হয়।
মধুসূদন রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন ভর্তি থাকার পর তিনি পরলোক গমন করেন।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজারহাট উপজেলার হিন্দু যুব মহাজোট সকল সদস্য,  ও হিন্দু বৌদ্ধ -খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, আহ্বায়ক সুভাষ সরকার   এবং  পুজা উদযাপন ফ্রন্ট, আহ্বায়ক পীযুষ রায়, সদস্য সচিব – স্বপন সাহা   এর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন। এসময়  শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনেরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।