দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি (রওশন)। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে দলটি।
রোববার (১৩ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও দখলবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, কোথাও জানমালের নিরাপত্তা নেই। দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।
একইসঙ্গে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু রাজনৈতিক দল নয়, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্রসমাজসহ গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের পতনের পর দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকার ও এর নেতৃত্বদানকারী নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও ‘চরম সিদ্ধান্তহীন ও উদাসীন’ বলে আখ্যা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ অভিযোগ করেন, দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এসব শক্তিই অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, এরশাদ সরকারকে সরিয়ে দিয়েছে এবং এখনো ইউনূস সরকারের অকার্যকারিতার নেপথ্যে রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক আরোপ দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত। গত ১১ মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি বলেও দাবি করেন তিনি। তবে চলতি বছরের প্রথম তিন মাসে দেশে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে সাংবাদিকেরা উল্লেখ করলে মামুনুর রশিদ বলেন, এই তথ্য সঠিক নয়। এটা বিনিয়োগ নয়, প্রবাসী রেমিট্যান্স।
সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশবাসী আজ আপনার দিকেই তাকিয়ে আছে।’
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান, খন্দকার মনিরুজ্জামান, সৈয়দ ওয়াহেদুল ইসলাম, হাফসা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর/সবা




















