১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

ম্যাচের শুরু থেকেই দুই দল সমানতালে খেলছিল। তবে সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশ গুছিয়ে নেয়। ১৩ মিনিটের মাথায় সিনহা শিখা গোল করে দলকে এগিয়ে নেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁ উইং ধরে এগিয়ে যান সাগরিকা। ডি-বক্সের ভেতরে বল পাস দেন সতীর্থ মুনকি আক্তারকে। মুনকি বল নিয়ে পোস্টের একদম কাছাকাছি চলে যান। এদিকে বিপদ বুঝে সামনে এগিয়ে আসেন নেপালী গোলরক্ষক। মুনকি গোলরক্ষকের পায়ের নিচ থেকে গড়ানো যে শটটি নেন, তা গোল লাইনের উপরে থাকা অবস্থায় এক নেপালী ডিফেন্ডার ফিরিয়ে দেন। তখন বল গিয়ে পড়ে সামনে দাঁড়ানে ফরোয়ার্ড সিনহা জাহান শিখার ডান পায়ে। দেরি না করে শিখা জোরালো শটে লক্ষভেদ করেন। ১-০ গোলে এগিয়ে যায় মেয়েরা।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ম্যাচের শুরু থেকেই দুই দল সমানতালে খেলছিল। তবে সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশ গুছিয়ে নেয়। ১৩ মিনিটের মাথায় সিনহা শিখা গোল করে দলকে এগিয়ে নেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁ উইং ধরে এগিয়ে যান সাগরিকা। ডি-বক্সের ভেতরে বল পাস দেন সতীর্থ মুনকি আক্তারকে। মুনকি বল নিয়ে পোস্টের একদম কাছাকাছি চলে যান। এদিকে বিপদ বুঝে সামনে এগিয়ে আসেন নেপালী গোলরক্ষক। মুনকি গোলরক্ষকের পায়ের নিচ থেকে গড়ানো যে শটটি নেন, তা গোল লাইনের উপরে থাকা অবস্থায় এক নেপালী ডিফেন্ডার ফিরিয়ে দেন। তখন বল গিয়ে পড়ে সামনে দাঁড়ানে ফরোয়ার্ড সিনহা জাহান শিখার ডান পায়ে। দেরি না করে শিখা জোরালো শটে লক্ষভেদ করেন। ১-০ গোলে এগিয়ে যায় মেয়েরা।