নরসিংদীতে শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে মাদকব্যবসায়ি দুলালের বাড়িতে নির্যাতন করে যুবককে হত্যা। ২২ বছর বয়সি নিহত যুবকের নাম সাজিদ হোসেন, তার বাবার নাম আব্দুল আজিজ। স্বজনদের অভিযোগ নিহত সাজিদকে আটকে রেখে বাড়িতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে খবর পেয়ে নিহতের মা মুসলেমা বেগম দুলালের বাড়িতে আসেন। বাড়ির গেইট তালা লাগিয়ে পালিয়ে যায় দুলাল ও তার বাড়ির লোকজন। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের ভিতরে ঢুকে দেখেন মৃত অবস্থায় মরদেহ খাটের উপর পড়ে আছে।
খবর পেয়ে নরসিংদীর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সোরতহাল তৈরি করে মরদেহ উদ্ধার প্রক্রিয়া চালায়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সাথে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে কি কারণে হত্যাকান্ড সংঘটিত হয়েছে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।
























