রাঙ্গামাটি প্রতিনিধি
নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন রাঙ্গামাটি পুলিশ মীর আবু তৌহিদ। বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, জেলার ৪১ টি পূজামন্ডপে সর্বোচ্চ নিরপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপ সিসি টিভির আওতার পাশাপাশি সোস্যাল মিডিয়ায় অপপ্রচার ঠেকাতে সাইবার সেল গঠন করা হয়েছে। সব পূজামন্ডপে স্থায়ী পুলিশের পাশাপাশি একাধিক পুলিশ টিম টহলে থাকবে। পানি পথে নিরাপত্তার জন্য নৌ পুলিশও প্রস্তত থাকবে।
সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৈহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ জাহেদুল ইসলাম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জবৃন্দ মোঃ আরিফুল আমিন সহ রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মঠ- মন্দিরের প্রতিনিধি ছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















