গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের দ্বারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪ টায় ফেনী শহরের মিজান রোড়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সালাউদ্দিন মামুন সাধারণ সম্পাদক মোরর্শেদ আলম মিলনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সভায় বক্তব্য
রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,
যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, সদস্য মোঃ ইয়াকুব নবী, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, গুপ্ত বাহিনী সারাদেশ ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। অদৃশ্য শক্তির দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা বলে জানান। বক্তব্যে এ সময় বক্তারা ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দেন নেতৃবৃন্দরা।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
এমআর/সবা
শিরোনাম
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- ।
- 120
জনপ্রিয় সংবাদ
























