০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবি হলে খাবার মনিটরিংয়ে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে খাবারের মান উন্নয়নে এবার যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরাও। হল প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত হতে যাচ্ছে “ডাইনিং মনিটরিং সেল”।
মঙ্গলবার (১৫ জুলাই) হল কর্তৃপক্ষের এক নোটিশে জানানো হয়, ডাইনিংয়ের খাবারের মান নিয়ন্ত্রণ ও পরিবেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ৫ জন আবাসিক শিক্ষার্থী এবং ২ জন সহকারী প্রভোস্টের সমন্বয়ে গঠিত হবে একটি ডাইনিং মনিটরিং সেল। প্রতি দুই সপ্তাহ অন্তর আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে এই সেল পুনর্গঠন করা হবে। এ লক্ষ্যে হলের আগ্রহী আবাসিক শিক্ষার্থীদের নাম প্রদান করতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এতে করে ডাইনিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, পাশাপাশি খাবারের মান নিয়েও তৈরি হবে ইতিবাচক পরিবর্তন।
এ বিষয়ে নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মো. তসলিম মাহমুদ বলেন,
“শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই আমরা ডাইনিং মনিটরিং সেল গঠন করছি। আমাদের লক্ষ্য—সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য, মানসম্মত ও স্বচ্ছ ডাইনিং ব্যবস্থা গড়ে তোলা।
তিনি আরো বলেন, এই মনিটরিং সেলে ৫ জন শিক্ষার্থীর পাশাপাশি ২ জন সহকারী প্রভোস্ট থাকবেন। প্রতি ১৫ দিন পরপর আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে সেলটি পুনর্গঠন করা হবে। এতে করে সকল শিক্ষার্থী পর্যায়ক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হলে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। এই উদ্যোগ সেই সমস্যার স্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

নোবিপ্রবি হলে খাবার মনিটরিংয়ে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে খাবারের মান উন্নয়নে এবার যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরাও। হল প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত হতে যাচ্ছে “ডাইনিং মনিটরিং সেল”।
মঙ্গলবার (১৫ জুলাই) হল কর্তৃপক্ষের এক নোটিশে জানানো হয়, ডাইনিংয়ের খাবারের মান নিয়ন্ত্রণ ও পরিবেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ৫ জন আবাসিক শিক্ষার্থী এবং ২ জন সহকারী প্রভোস্টের সমন্বয়ে গঠিত হবে একটি ডাইনিং মনিটরিং সেল। প্রতি দুই সপ্তাহ অন্তর আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে এই সেল পুনর্গঠন করা হবে। এ লক্ষ্যে হলের আগ্রহী আবাসিক শিক্ষার্থীদের নাম প্রদান করতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এতে করে ডাইনিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, পাশাপাশি খাবারের মান নিয়েও তৈরি হবে ইতিবাচক পরিবর্তন।
এ বিষয়ে নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মো. তসলিম মাহমুদ বলেন,
“শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই আমরা ডাইনিং মনিটরিং সেল গঠন করছি। আমাদের লক্ষ্য—সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য, মানসম্মত ও স্বচ্ছ ডাইনিং ব্যবস্থা গড়ে তোলা।
তিনি আরো বলেন, এই মনিটরিং সেলে ৫ জন শিক্ষার্থীর পাশাপাশি ২ জন সহকারী প্রভোস্ট থাকবেন। প্রতি ১৫ দিন পরপর আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে সেলটি পুনর্গঠন করা হবে। এতে করে সকল শিক্ষার্থী পর্যায়ক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হলে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। এই উদ্যোগ সেই সমস্যার স্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এমআর/সবা