১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১ লাখ কার্ডধারী পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাবে

চট্টগ্রামের ১৫ উপজেলায় এবার প্রায় এক লাখ কার্ডধারী দরিদ্র ও নিম্নআয়ের পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে। আগামী আগস্ট মাস থেকে সারা দেশের মতো চট্টগ্রামেও এই কর্মসূচির চাল পাবেন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ।জেলা খাদ্য বিভাগ থেকে জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই চার মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরে ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে। গত বছর খাদ্যবান্ধব কর্মসূচি ছিল ৫ মাস। এ বছর এই কর্মসূচি ছয় মাস চলবে বলে খাদ্য অধিদপ্তর থেকে জানা গেছে। চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. ফখরুল আলম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এবার চট্টগ্রামের ১৫ উপজেলায় ৯৪ হাজার ৮৭১ কার্ডধারী পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাবে। এই কার্ডধারী দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো বছরে ৬ মাস চাল পাবে। গত বছর এই কর্মসূচির আওতায় চট্টগ্রামে চাল পেয়েছিল ৯০ হাজার ৬৭১ পরিবার। এবার ৪ হাজার ২শ পরিবার বেশি পাবে। তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচি শুধুমাত্র উপজেলা পর্যায়ে। এটা শহরে নেই।উপজেলা পর্যায়ে খবর নিয়ে জানা গেছে, প্রতি মাসে ৩০ কেজি করে চাল পেলে একটি পরিবার চলতে পারবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ১ লাখ কার্ডধারী পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাবে

আপডেট সময় : ০৮:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের ১৫ উপজেলায় এবার প্রায় এক লাখ কার্ডধারী দরিদ্র ও নিম্নআয়ের পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে। আগামী আগস্ট মাস থেকে সারা দেশের মতো চট্টগ্রামেও এই কর্মসূচির চাল পাবেন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ।জেলা খাদ্য বিভাগ থেকে জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই চার মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরে ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে। গত বছর খাদ্যবান্ধব কর্মসূচি ছিল ৫ মাস। এ বছর এই কর্মসূচি ছয় মাস চলবে বলে খাদ্য অধিদপ্তর থেকে জানা গেছে। চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. ফখরুল আলম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এবার চট্টগ্রামের ১৫ উপজেলায় ৯৪ হাজার ৮৭১ কার্ডধারী পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাবে। এই কার্ডধারী দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো বছরে ৬ মাস চাল পাবে। গত বছর এই কর্মসূচির আওতায় চট্টগ্রামে চাল পেয়েছিল ৯০ হাজার ৬৭১ পরিবার। এবার ৪ হাজার ২শ পরিবার বেশি পাবে। তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচি শুধুমাত্র উপজেলা পর্যায়ে। এটা শহরে নেই।উপজেলা পর্যায়ে খবর নিয়ে জানা গেছে, প্রতি মাসে ৩০ কেজি করে চাল পেলে একটি পরিবার চলতে পারবে।

এমআর/সবা