পাহাড় কাটা রোধ ও রাস্তা রক্ষণাবেক্ষণে ডাম্পার চলাচল বন্ধের দাবিতে রুহুল্লার ডেইল সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৮ জুলাই, শুক্রবার, কক্সবাজারের খুরুশকুল রুহুল্লার ডেইল জামে মসজিদের সামনে জুমার নামাজের পর মসজিদ ও সমাজ কমিটির অর্থ সম্পাদক মো শহিদুল্লাহর সঞ্চালনায় মসজিদ ও সমাজ কমিটির সভাপতি সিকান্দর বাদশার সভাপতিত্বে পাহাড় কাটা রোধ ও রাস্তা রক্ষণাবেক্ষণে ডাম্পার চলাচল বন্ধের দাবিতে এই মানববন্দন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা কমিটির সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, রুহুল্লার ডেইল জামে মসজিদের ইমাম হাফেজ মৌলানা আলী হায়দার, মসজিদ ও সমাজ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত উল্লাহ, সমাজ কর্মি রমজান আলী, সহ সভাপতি নুরুল আমিন সহ এলাকার শতশত মানুষ এতে অংশ নেন। পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ তার বক্তব্য বলেন, দুই এক জন পাহাড় খেকো ডাম্পার মালিকের দুই পসয়া সুবিধার জন্য বৃহত্তর রুহুল্লার ডেইল এলাকার হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছেন। নতুন তৈরী রাস্তা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, এলাকাবাসী চাঁদা দিয়ে মেরামত করতে হচ্ছে। মসজিদে রাস্তা ধসে গাইড ওয়াল ধসে পড়ছে। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এতে বক্তৃারা আরো বলেন, এই মানববন্ধন থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরিবেশে অধিদফতর ও বন বিভাগের দৃষ্টি আর্ষন করেন। প্রোজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলন করার প্রত্যয় ব্যক্ত করেন।























