০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শেখ হাসিনার হলফনামায় মিথ্যা তথ্য

নির্বাচন কমিশনের স্বীকৃতি, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই

মিথ্যা তথ্যের অভিযোগে ‘সুস্পষ্ট অপরাধ’
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন অভিযোগকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৮ জুলাই) নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “হলফনামায় মিথ্যা তথ্য প্রদান একটি শাস্তিযোগ্য অপরাধ। তবে নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময়কাল পেরিয়ে যাওয়ায় ইসির আর কিছু করার নেই।”

দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেছে ইসি
নির্বাচন কমিশন বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, দণ্ডবিধির ১৮১ ধারা অনুযায়ী মিথ্যা হলফনামা প্রদান একটি অপরাধ। তবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৯৫(১) অনুসারে, মামলার পদক্ষেপ নিতে হবে সেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, যার কাছে হলফনামাটি দাখিল করা হয়েছিল।

মামলা করার সুযোগ রয়েছে ম্যাজিস্ট্রেটের
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা তাঁর ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মকর্তা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা গ্রহণযোগ্য হবে।

দুদকের অনুসন্ধান ও গ্রেপ্তারি পরোয়ানা
এর আগে ২২ মে, শেখ হাসিনার হলফনামায় মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল দুদক। এরপর ১৮ মে থেকে নতুন করে অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমান।

এছাড়া পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। আদালত তা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

বিমানবন্দর উন্নয়নেও দুর্নীতির অভিযোগ
গত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

শেখ হাসিনার হলফনামায় মিথ্যা তথ্য

নির্বাচন কমিশনের স্বীকৃতি, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই

আপডেট সময় : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মিথ্যা তথ্যের অভিযোগে ‘সুস্পষ্ট অপরাধ’
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন অভিযোগকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৮ জুলাই) নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “হলফনামায় মিথ্যা তথ্য প্রদান একটি শাস্তিযোগ্য অপরাধ। তবে নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময়কাল পেরিয়ে যাওয়ায় ইসির আর কিছু করার নেই।”

দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেছে ইসি
নির্বাচন কমিশন বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, দণ্ডবিধির ১৮১ ধারা অনুযায়ী মিথ্যা হলফনামা প্রদান একটি অপরাধ। তবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৯৫(১) অনুসারে, মামলার পদক্ষেপ নিতে হবে সেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, যার কাছে হলফনামাটি দাখিল করা হয়েছিল।

মামলা করার সুযোগ রয়েছে ম্যাজিস্ট্রেটের
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা তাঁর ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মকর্তা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা গ্রহণযোগ্য হবে।

দুদকের অনুসন্ধান ও গ্রেপ্তারি পরোয়ানা
এর আগে ২২ মে, শেখ হাসিনার হলফনামায় মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল দুদক। এরপর ১৮ মে থেকে নতুন করে অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমান।

এছাড়া পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। আদালত তা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

বিমানবন্দর উন্নয়নেও দুর্নীতির অভিযোগ
গত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।
এমআর/সবা