মহানগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটো কনভার্সন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনে পার্কিং করা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের দোকানপাট ও বাড়িঘরের দেয়ালে ফাটল ধরেছে, অনেক ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। আহতদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যান। রিজার্ভার ট্যাংকটি মেরামতের সময় খালি থাকলেও গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
এমআর/সবা























