১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা সাহিত্যে নওগাঁ সেরা জেলা — কবি হাসান হাফিজ

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে নওগাঁকেই শীর্ষস্থানীয় বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কবি হাসান হাফিজ।

শনিবার (১৯ জুলাই) নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে নওগাঁ সাহিত্য পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী লেখক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সূচনা হয়েছিল কাহ্নপার পদ দিয়ে। সেই কাহ্নপা ছিলেন নওগাঁর সোমপুর বিহারের বাসিন্দা। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরও নওগাঁর পতিসরে জমিদারি পরিচালনা করতে এসে অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেছেন। তাই নওগাঁ-ই বাংলা সাহিত্যের পীঠস্থান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কবি আতাউল হক সিদ্দিকী, কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো চিফ ড. সাদিকুল ইসলাম স্বপন, কথাসাহিত্যিক রবিউল করিম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন এবং পদকের পৃষ্ঠপোষক রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন।

লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক লেখকের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠান। এ উপলক্ষে “কাহ্নপা সাহিত্য পদক” প্রদান করা হয় দুই গুণীজনকে — কবিতায় কবি মজিদ মাহমুদ এবং অনুবাদ সাহিত্যে খ্যাতনামা অনুবাদক খসরু চৌধুরী।

আয়োজকরা জানান, চর্যাপদের কবি কাহ্নপার স্মরণে প্রবর্তিত এই পদকের মাধ্যমে বাংলা সাহিত্যের শিকড় বরেন্দ্রভূমির গর্ব বিশ্বদরবারে তুলে ধরার প্রয়াস চালানো হচ্ছে। পাশাপাশি, সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে সমাজ থেকে অপরাধপ্রবণতা দূর করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বাংলা সাহিত্যে নওগাঁ সেরা জেলা — কবি হাসান হাফিজ

আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে নওগাঁকেই শীর্ষস্থানীয় বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কবি হাসান হাফিজ।

শনিবার (১৯ জুলাই) নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে নওগাঁ সাহিত্য পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী লেখক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সূচনা হয়েছিল কাহ্নপার পদ দিয়ে। সেই কাহ্নপা ছিলেন নওগাঁর সোমপুর বিহারের বাসিন্দা। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরও নওগাঁর পতিসরে জমিদারি পরিচালনা করতে এসে অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেছেন। তাই নওগাঁ-ই বাংলা সাহিত্যের পীঠস্থান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কবি আতাউল হক সিদ্দিকী, কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো চিফ ড. সাদিকুল ইসলাম স্বপন, কথাসাহিত্যিক রবিউল করিম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন এবং পদকের পৃষ্ঠপোষক রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন।

লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক লেখকের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠান। এ উপলক্ষে “কাহ্নপা সাহিত্য পদক” প্রদান করা হয় দুই গুণীজনকে — কবিতায় কবি মজিদ মাহমুদ এবং অনুবাদ সাহিত্যে খ্যাতনামা অনুবাদক খসরু চৌধুরী।

আয়োজকরা জানান, চর্যাপদের কবি কাহ্নপার স্মরণে প্রবর্তিত এই পদকের মাধ্যমে বাংলা সাহিত্যের শিকড় বরেন্দ্রভূমির গর্ব বিশ্বদরবারে তুলে ধরার প্রয়াস চালানো হচ্ছে। পাশাপাশি, সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে সমাজ থেকে অপরাধপ্রবণতা দূর করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমআর/সবা