চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ফটিকছড়ির মেধাবী ছাত্রী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা। বাংলাদেশ সেনাবাহিনী, লক্ষীছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে চট্টগ্রাম বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ১১৮৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
বুশরার এই কৃতিত্ব শুধু তার স্কুল নয়, পুরো ফটিকছড়ির জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
বুশরা ফটিকছড়ির কাঞ্চননগরের এক সুপরিচিত ধর্মীয় ও শিক্ষানুরাগী পরিবারে জন্ম। তার পিতা মাওলানা আনিছুর রহমান চৌধুরী একজন খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। বড় বোন মাইশা রহমান চৌধুরীও ২০২২ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছিল। পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশ ও নৈতিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে বুশরার এই সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
বুশরার কৃতিত্বে শিক্ষা মহল, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, “বুশরার সাফল্য ফটিকছড়ির শিক্ষাঙ্গনের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দিয়েছে।”
নিজ এলাকা ও দেশের জন্য ভবিষ্যতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে বুশরা। তার এই গৌরবময় সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।
এমআর/সবা























