০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ গড়ার সুযোগ হেলায় হারালে জাতিকে খেসারত দিতে হবে : চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, “ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে না লাগালে জাতিকে চরম মূল্য দিতে হবে।”

বুধবার (২৩ জুলাই) ইসলামিক স্টাডিজ বিভাগের কনফারেন্স রুমে “জুলাই ’২৪ গণ-অভ্যুত্থানে ইসলামিক স্টাডিজ বিভাগের অবদান” শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “১৯৭১ সালে দেশ গড়ার সুযোগ লুটপাট, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে হাতছাড়া হয়েছিল। এখন আবার এক অভূতপূর্ব সুযোগ এসেছে, যা কাজে না লাগালে জাতি ফের পিছিয়ে পড়বে।”

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংস্কার বিষয়ে তিনি বলেন, “ভালো শিক্ষক ছাড়া বিশ্ববিদ্যালয় ব্যর্থ। শুধু ভাইভা নয়, লিখিত, প্রেজেন্টেশন ও রেকর্ডভিত্তিক পূর্ণাঙ্গ পরীক্ষা নিয়ে নিয়োগ হবে।”

খাতা পুনর্মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার্থীরা সরাসরি দাবি না জানালেও তাদের স্বার্থে আমরা এই অধিকার নিশ্চিত করেছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. আব্দুল মাবুদ। অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহীন ইকবাল খান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

দেশ গড়ার সুযোগ হেলায় হারালে জাতিকে খেসারত দিতে হবে : চবি উপাচার্য

আপডেট সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, “ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে না লাগালে জাতিকে চরম মূল্য দিতে হবে।”

বুধবার (২৩ জুলাই) ইসলামিক স্টাডিজ বিভাগের কনফারেন্স রুমে “জুলাই ’২৪ গণ-অভ্যুত্থানে ইসলামিক স্টাডিজ বিভাগের অবদান” শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “১৯৭১ সালে দেশ গড়ার সুযোগ লুটপাট, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে হাতছাড়া হয়েছিল। এখন আবার এক অভূতপূর্ব সুযোগ এসেছে, যা কাজে না লাগালে জাতি ফের পিছিয়ে পড়বে।”

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংস্কার বিষয়ে তিনি বলেন, “ভালো শিক্ষক ছাড়া বিশ্ববিদ্যালয় ব্যর্থ। শুধু ভাইভা নয়, লিখিত, প্রেজেন্টেশন ও রেকর্ডভিত্তিক পূর্ণাঙ্গ পরীক্ষা নিয়ে নিয়োগ হবে।”

খাতা পুনর্মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার্থীরা সরাসরি দাবি না জানালেও তাদের স্বার্থে আমরা এই অধিকার নিশ্চিত করেছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. আব্দুল মাবুদ। অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহীন ইকবাল খান।

এমআর/সবা