ব্রাসিলেইরোর ১৬তম রাউন্ডে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় সান্তোস। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্যালারির নিচের দিকে এগিয়ে যান নেইমার। সেখানে উপস্থিত এক সান্তোস সমর্থকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন এই প্যারিস সেইন্ট জার্মেই ও আল-হিলাল তারকা।
ম্যাচ সম্প্রচারের সময়ই দেখা যায়, দ্বিতীয়ার্ধে একই দিকে ইঙ্গিত করে কিছু বলছেন নেইমার। খেলা শেষের পর সেই দিকেই যান তিনি এবং তখনই সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই এগিয়ে আসেন সান্তোসের গোলরক্ষক জোয়াও পাওলো। তিনিই নেইমারকে সরিয়ে নিয়ে যান এবং বিষয়টি থামিয়ে দেন।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। সান্তোস সমর্থকদের একটি অংশ এই ঘটনার সমালোচনা করলেও, অনেকে নেইমারের আবেগকেও বুঝতে চেয়েছেন।
আরকে/সবা

























