মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাস্তা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ শহিদ পাঁচজনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করে হরিরামপুর থানায় অভিযোগ দিয়েছেন।

গত ২২ জুলাই বিকেলে শহিদের ভাই শেখ জয়নাল ও তার স্ত্রী জমিতে ঘাস কাটতে গেলে বিবাদীরা গালিগালাজ ও পরে তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় রুমা আক্তার, নাজমা আক্তার, শহিদের ছেলে সাকিল ও বড় ভাই আয়নাল গুরুতর আহত হন। রাতে আরও এক দফা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৬ লাখ টাকা ও সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ছালেক, সাব্বির, সুমন, মালেক ও ফরহাদ এলাকায় আগেও নানা অপরাধে জড়িত ছিল। থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং দ্রুত মামলা রুজু করা হবে।
এমআর/সবা























