০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ অর্ধেক বদলে ফেলার যে সাফাই দিলেন লিটন

সুযোগ ছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার। বাংলাদেশ সেই সুযোগটা না নিয়ে শেষ টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন এনেছিল পাঁচটি। সেই দল নিয়ে পাকিস্তানের কাছে লিটন দাসরা হেরেছেন বাজেভাবে। পাকিস্তানের ১৭৮ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৪ রানে।

৭৪ রানের বড় ব্যবধানের হারেও অবশ্য হতাশায় ভেঙে পড়ছেন না লিটন দাস। বরং সামনে এশিয়া কাপ থাকায় দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা সংবাদ সম্মেলনে জানালেন তিনি, ‘আমরা কিছু কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করেছি, যেটা ভবিষ্যতের কথা ভেবেই করা হয়েছে। আজ যারা সুযোগ পেয়েছে, তারা সবাই ভালো পারফরমার। এভাবে চলতে থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।’

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন লিটন। একই সঙ্গে তাসকিন-শরিফুলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর ব্যাখ্যাও দিলেন তিনি, ‘এই সিরিজ জয়ে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল। প্রথম ম্যাচে তাদের ১১০ রানে অলআউট করা, দ্বিতীয় ম্যাচে ১৩৫ রান ডিফেন্ড করা। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। (তাসকিন-শরিফুলকে বিশ্রাম দিয়ে খেলানো নিয়ে) তাদেরকে কোনো কারণে হারিয়ে ফেললে যে স্বপ্ন বা আশা নিয়ে আমরা চিন্তা করছি, সেখানে পৌঁছাতে পারব।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

একাদশ অর্ধেক বদলে ফেলার যে সাফাই দিলেন লিটন

আপডেট সময় : ০৫:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সুযোগ ছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার। বাংলাদেশ সেই সুযোগটা না নিয়ে শেষ টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন এনেছিল পাঁচটি। সেই দল নিয়ে পাকিস্তানের কাছে লিটন দাসরা হেরেছেন বাজেভাবে। পাকিস্তানের ১৭৮ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৪ রানে।

৭৪ রানের বড় ব্যবধানের হারেও অবশ্য হতাশায় ভেঙে পড়ছেন না লিটন দাস। বরং সামনে এশিয়া কাপ থাকায় দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা সংবাদ সম্মেলনে জানালেন তিনি, ‘আমরা কিছু কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করেছি, যেটা ভবিষ্যতের কথা ভেবেই করা হয়েছে। আজ যারা সুযোগ পেয়েছে, তারা সবাই ভালো পারফরমার। এভাবে চলতে থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।’

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন লিটন। একই সঙ্গে তাসকিন-শরিফুলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর ব্যাখ্যাও দিলেন তিনি, ‘এই সিরিজ জয়ে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল। প্রথম ম্যাচে তাদের ১১০ রানে অলআউট করা, দ্বিতীয় ম্যাচে ১৩৫ রান ডিফেন্ড করা। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। (তাসকিন-শরিফুলকে বিশ্রাম দিয়ে খেলানো নিয়ে) তাদেরকে কোনো কারণে হারিয়ে ফেললে যে স্বপ্ন বা আশা নিয়ে আমরা চিন্তা করছি, সেখানে পৌঁছাতে পারব।’

আরকে/সবা