লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২৬ জুলাই) সকালে দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে আব্দুল জলিল ও তার চাচাতো ভাই মতিয়ার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে মতিয়ারের লোকজন জমিতে হালচাষ করতে গেলে জলিলের পক্ষ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় আছিয়া বেগম ছেলেকে বাঁচাতে গেলে লাঠির আঘাতে তিনি নিহত হন।
আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজন নারীকে আটক করেছে।
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমআর/সবা























