০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাল জাতীয় উশু প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী

মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে কাল রবিবার (২৭ জুলাই), বিকেল ৪টায়। পুরষ্কার বিতরণ ও সমাপনীর প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি থাকবেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। উশুর প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন।

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার এবং বিকেএসপিসহ মোট ২৮টি দলের ৪১৮ ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার রয়েছে মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এরমধ্যে সান্দা ফাইটে ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হবে।

বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি স্বর্ণপদক বিজয়ীকে এ্যাওয়ার্ড স্পন্সর প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হবে। দলীয় চ্যাম্পিয়নদের জন্য রয়েছে ট্রফি। এছাড়াও সকল প্রতিযোগীকে টিশার্ট ও সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, জাতীয় প্রতিযোগিতা শেষে স্বর্ণ ও রৌপ্যপদকজয়ীদের প্রাধান্য দিয়ে আগামী ১ আগস্ট থেকে মিরপুর ক্রীড়াপল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে নিতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

কাল জাতীয় উশু প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী

আপডেট সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে কাল রবিবার (২৭ জুলাই), বিকেল ৪টায়। পুরষ্কার বিতরণ ও সমাপনীর প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি থাকবেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। উশুর প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন।

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার এবং বিকেএসপিসহ মোট ২৮টি দলের ৪১৮ ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার রয়েছে মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এরমধ্যে সান্দা ফাইটে ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হবে।

বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি স্বর্ণপদক বিজয়ীকে এ্যাওয়ার্ড স্পন্সর প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হবে। দলীয় চ্যাম্পিয়নদের জন্য রয়েছে ট্রফি। এছাড়াও সকল প্রতিযোগীকে টিশার্ট ও সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, জাতীয় প্রতিযোগিতা শেষে স্বর্ণ ও রৌপ্যপদকজয়ীদের প্রাধান্য দিয়ে আগামী ১ আগস্ট থেকে মিরপুর ক্রীড়াপল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে নিতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন।

আরকে/সবা