১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে হত্যাচেষ্টার অভিযোগ

গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার আঞ্জুয়ারা বেগম তার ছোট ভাই আপেল মাহমুদের বিরুদ্ধে সম্পত্তির লোভে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ এনেছেন। রোববার (২৭ জুলাই) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে আঞ্জুয়ারা বলেন, পিতার মৃত্যুর পর থেকেই ছোট ভাই আপেল মাহমুদ স্থানীয় মাস্তান মধু মিয়ার প্ররোচনায় তাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। আপেল মাহমুদ তার মেয়ের সঙ্গে আঞ্জুয়ারার ছেলের বিয়ে দেন ৫ লাখ ৩৫ হাজার টাকার দেনমোহরে, যা ছিল পরিকল্পিত প্রতারণা। বিয়ের ৬ মাসের মধ্যেই তালাক এবং যৌতুকের মামলা দিয়ে ওই টাকা আদায় করেন।

সম্পত্তির ৩২ শতক জমি ও পাওনা টাকা আত্মসাৎ করতেই তাদের হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আঞ্জুয়ারা। তিনি আরও বলেন, গত শুক্রবার বিকেলে ভাই আপেল মাহমুদ, তার স্ত্রী ও দুই মেয়ে এবং মধু মিয়া মিলে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়। এতে আঞ্জুয়ারা আহত হন এবং তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সংবাদ সম্মেলনে আঞ্জুয়ারা তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তার স্বামী নজরুল ইসলাম, ছেলে আতিকুল ইসলাম নয়ন ও চাচাতো ভাই আনোয়ার উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার আঞ্জুয়ারা বেগম তার ছোট ভাই আপেল মাহমুদের বিরুদ্ধে সম্পত্তির লোভে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ এনেছেন। রোববার (২৭ জুলাই) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে আঞ্জুয়ারা বলেন, পিতার মৃত্যুর পর থেকেই ছোট ভাই আপেল মাহমুদ স্থানীয় মাস্তান মধু মিয়ার প্ররোচনায় তাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। আপেল মাহমুদ তার মেয়ের সঙ্গে আঞ্জুয়ারার ছেলের বিয়ে দেন ৫ লাখ ৩৫ হাজার টাকার দেনমোহরে, যা ছিল পরিকল্পিত প্রতারণা। বিয়ের ৬ মাসের মধ্যেই তালাক এবং যৌতুকের মামলা দিয়ে ওই টাকা আদায় করেন।

সম্পত্তির ৩২ শতক জমি ও পাওনা টাকা আত্মসাৎ করতেই তাদের হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আঞ্জুয়ারা। তিনি আরও বলেন, গত শুক্রবার বিকেলে ভাই আপেল মাহমুদ, তার স্ত্রী ও দুই মেয়ে এবং মধু মিয়া মিলে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়। এতে আঞ্জুয়ারা আহত হন এবং তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সংবাদ সম্মেলনে আঞ্জুয়ারা তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তার স্বামী নজরুল ইসলাম, ছেলে আতিকুল ইসলাম নয়ন ও চাচাতো ভাই আনোয়ার উপস্থিত ছিলেন।

এমআর/সবা