১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উলিপুরে নারী ও কিশোরীদের সুরক্ষায় সাংবাদিকদের জন্য জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং প্রশিক্ষণ

নারী ও কিশোরীদের দুর্যোগকালীন সুরক্ষা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা জোরদার করতে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

“Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস (Lighthouse)। কর্মশালায় অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন (EU)।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। তিনি বলেন, “দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের জেন্ডার সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।”

প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনলাইন অধিবেশনে প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন, আইসিটি ও ডিজিটাল মিডিয়ার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন বলেন, “মাঠে কাজ করার সময় নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সাংবাদিকদের দায়িত্ব।”

কর্মশালায় লাইট হাউস-এর লিঙ্গ সম্মতি পরামর্শদাতা ওয়াহিদা ইয়েসমিন সাংবাদিকদের সম্মতির নীতি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে রিপোর্টিংয়ের কৌশল নিয়ে আলোচনা করেন।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে উল্লেখ করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

উলিপুরে নারী ও কিশোরীদের সুরক্ষায় সাংবাদিকদের জন্য জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং প্রশিক্ষণ

আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

নারী ও কিশোরীদের দুর্যোগকালীন সুরক্ষা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা জোরদার করতে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

“Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস (Lighthouse)। কর্মশালায় অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন (EU)।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। তিনি বলেন, “দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের জেন্ডার সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।”

প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনলাইন অধিবেশনে প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন, আইসিটি ও ডিজিটাল মিডিয়ার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন বলেন, “মাঠে কাজ করার সময় নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সাংবাদিকদের দায়িত্ব।”

কর্মশালায় লাইট হাউস-এর লিঙ্গ সম্মতি পরামর্শদাতা ওয়াহিদা ইয়েসমিন সাংবাদিকদের সম্মতির নীতি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে রিপোর্টিংয়ের কৌশল নিয়ে আলোচনা করেন।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে উল্লেখ করেন।

এমআর/সবা