০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন

oplus_2

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ বিভাগে ঘুষ, দুর্নীতি, ভূতুড়ে বিল ও বৈষম্যমূলক সেবার বিরুদ্ধে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ভুক্তভোগীরা।

রবিবার (২৭ জুলাই) বিকাল ৩টায় দীঘিনালা সরকারি কলেজ গেইট সংলগ্ন হলুদ চত্বরে সর্বস্তরের জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক মো. আশরাফুল ইসলাম, মো. মোবারক হোসেন ও আল-আমিন হাওলাদার।

বক্তারা বলেন, বিদ্যুৎ সরবরাহে বারবার বিভ্রাট, ট্রান্সফরমার সংকট, মিটারের ভুল রিডিংয়ে অতিরিক্ত বিল, লো-ভোল্টেজ সমস্যা এবং অনুমোদনহীন ব্যক্তিদের দিয়ে লাইন মেরামত করা হচ্ছে। এছাড়া মেরুং ফিডারে বৈষম্যমূলক বিদ্যুৎ সরবরাহ এবং ঘুষ ছাড়া সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

তারা আরও বলেন, দ্রুত সমস্যাগুলোর সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিদ্যুৎ বিভাগ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ বিভাগে ঘুষ, দুর্নীতি, ভূতুড়ে বিল ও বৈষম্যমূলক সেবার বিরুদ্ধে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ভুক্তভোগীরা।

রবিবার (২৭ জুলাই) বিকাল ৩টায় দীঘিনালা সরকারি কলেজ গেইট সংলগ্ন হলুদ চত্বরে সর্বস্তরের জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক মো. আশরাফুল ইসলাম, মো. মোবারক হোসেন ও আল-আমিন হাওলাদার।

বক্তারা বলেন, বিদ্যুৎ সরবরাহে বারবার বিভ্রাট, ট্রান্সফরমার সংকট, মিটারের ভুল রিডিংয়ে অতিরিক্ত বিল, লো-ভোল্টেজ সমস্যা এবং অনুমোদনহীন ব্যক্তিদের দিয়ে লাইন মেরামত করা হচ্ছে। এছাড়া মেরুং ফিডারে বৈষম্যমূলক বিদ্যুৎ সরবরাহ এবং ঘুষ ছাড়া সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

তারা আরও বলেন, দ্রুত সমস্যাগুলোর সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিদ্যুৎ বিভাগ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এমআর/সবা