মাঠে লিওনেল মেসির ওপর প্রতিপক্ষ খেলোয়াড়দের বিরূপ আচরণ ঠেকাতে সর্বদা তৎপর থাকেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সে কারণে তাকে মজা করে অনেকে ‘মেসির দেহরক্ষী’ও বলে থাকেন। জাতীয় দলের পর দুজনকে এবার ইন্টার মায়ামির জার্সিতেও একসঙ্গে দেখা যাবে। তবে বিশ্বকাপের মাত্র এক বছর বাকি থাকাবস্থায় তুলনামূলক কম চাপের প্রতিযোগিতায় যুক্ত হয়ে সমালোচনার মুখে পড়েছেন ডি পল।
গতকাল (শনিবার) আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি ডি পলকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে (লোন) মায়ামিতে যোগ দিলেন তিনি। একইসঙ্গে ২০২৬ সালে সেই চুক্তি স্থায়ী করারও সুযোগ রাখা হয়েছে। জাতীয় দলের সতীর্থ মেসির ক্লাবে যুক্ত হলেও সমালোচনা হচ্ছে ডি পলের।
আর্জেন্টাইন সাংবাদিক আলেহান্দ্রো ফ্যাব্রি গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে লিখেছেন, ‘ডি পল কি মেসির সঙ্গে আরও কম চাপ এবং দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলা উপভোগ করবেন? মনে হচ্ছে তিনি কম মর্যাদার টুর্নামেন্ট সম্পর্কে সচেতন নন, যেখানে জয় কিংবা পরাজয় কি কারও অতটা গুরুত্ব বহন করে? তিনি কি জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন নাকি দিয়েগো সিমিওনের (অ্যাতলেটিকো কোচ) অধীনে নিজের চক্র পূরণ করে ফেলেছেন। আর তেমনটা হওয়ার কারণে তিনি এখন কম চাপের পরিবেশে খেলতে চান মনে হচ্ছে।’
আজ এফসি সিনসিনাতির বিপক্ষে ম্যাচের আগে মায়ামির পক্ষ থেকে অভ্যর্থনা দেওয়া হয় ডি পলকে। পরে গ্যালারিতে মেসির পাশে বসে ক্লাবটির ম্যাচ দেখেন|
আরেক প্রখ্যাত আর্জেন্টাইন আউটলেট দায়ারিও ওলে’র এক কলামে বলা হয়েছে, ‘অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামির হয়ে খেলবেন ডি পল, অথচ ওই লিগকে নিম্ন সারির হিসেবে বিবেচনা করা হয়। এই সাইনিংয়ে সমর্থক ও বাইরের ফুটবলসংশ্লিষ্টদের উভয়েই অবাক হয়েছে। যেন তিনি বন্ধু লিওনেল মেসির জন্য যোগ দিয়েছেন।’
আরকে/সবা


























