০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিকে কেন নাম দেয়নি বাফুফে?

দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী পরশু বিওএ’র বার্ষিক সাধারণ সভা। সেই সভার জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪ ফেডারেশন দু’জন করে ও নন অলিম্পিক ৩ ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ’তে পাঠিয়েছে। বিওএ অধিভুক্ত ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে তাদের প্রতিনিধির নাম পাঠায়নি।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ওয়েবসাইটে গতকাল এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ হয়েছে। সেখানে বাফুফের পাশের ঘর শূন্য। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর বাফুফের বিষয়ে বলেন,‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’

কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। আজ-কালের মধ্যেও করার কোনো ঘোষণা নেই। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে।
ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে নাম পাঠায়নি। আট বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে নাম এসেছে। ঢাকা বিভাগ থেকে সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও সাবেক ক্রিকেটার নেয়ামুর রশীদ রাহুলের নাম এসেছে। পাঁচ বিভাগ থেকে কোনো নাম আসেনি। কিছু বিভাগে অবশ্য স্বীকৃতি কমিটিও নেই।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে যাওয়ার জন্য চট্টগ্রাম কোতোয়ালীতে মনোনয়ন সংগ্রহে প্রার্থীদের ছড়াছড়ি

অলিম্পিকে কেন নাম দেয়নি বাফুফে?

আপডেট সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী পরশু বিওএ’র বার্ষিক সাধারণ সভা। সেই সভার জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪ ফেডারেশন দু’জন করে ও নন অলিম্পিক ৩ ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ’তে পাঠিয়েছে। বিওএ অধিভুক্ত ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে তাদের প্রতিনিধির নাম পাঠায়নি।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ওয়েবসাইটে গতকাল এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ হয়েছে। সেখানে বাফুফের পাশের ঘর শূন্য। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর বাফুফের বিষয়ে বলেন,‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’

কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। আজ-কালের মধ্যেও করার কোনো ঘোষণা নেই। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে।
ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে নাম পাঠায়নি। আট বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে নাম এসেছে। ঢাকা বিভাগ থেকে সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও সাবেক ক্রিকেটার নেয়ামুর রশীদ রাহুলের নাম এসেছে। পাঁচ বিভাগ থেকে কোনো নাম আসেনি। কিছু বিভাগে অবশ্য স্বীকৃতি কমিটিও নেই।

আরকে/সবা