১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সশস্ত্র বাহিনী বোর্ডের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুরের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) উত্তর কালিকাপুর শালডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের মেডিক্যাল অফিসার ডা. ফারহানুল হাসান ও ডা. ইমামুল হাসান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম।

ক্যাম্পেইনে প্রায় ৩০০ জনকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেবার মধ্যে ছিল রক্তচাপ, ডায়াবেটিস, ওজন, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা পরামর্শ।

এছাড়া, সঠিকভাবে হাত ধোয়া, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয় আলোচনা সভায়।

ক্যাম্পেইনে উত্তর শালডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শালডাঙা মুসলিম শাহী দাখিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সচিব মেজর এটিএম নাজমুল হুদা জানান, “সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং তারুণ্যের শক্তিকে উৎসাহ দিতে আমাদের এ আয়োজন।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সশস্ত্র বাহিনী বোর্ডের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুরের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) উত্তর কালিকাপুর শালডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের মেডিক্যাল অফিসার ডা. ফারহানুল হাসান ও ডা. ইমামুল হাসান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম।

ক্যাম্পেইনে প্রায় ৩০০ জনকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেবার মধ্যে ছিল রক্তচাপ, ডায়াবেটিস, ওজন, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা পরামর্শ।

এছাড়া, সঠিকভাবে হাত ধোয়া, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয় আলোচনা সভায়।

ক্যাম্পেইনে উত্তর শালডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শালডাঙা মুসলিম শাহী দাখিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সচিব মেজর এটিএম নাজমুল হুদা জানান, “সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং তারুণ্যের শক্তিকে উৎসাহ দিতে আমাদের এ আয়োজন।”

এমআর/সবা