ক্রিকেট ইতিহাসে অন্যতম দীর্ঘতম ওভারটিই হয়ে গেল ‘চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ (ডব্লিউসিএল)। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জন হ্যাসটিংস সেই ওভারে করেছেন ১২টি ওয়াইড, আরেকটি নো বল।
সবমিলিয়ে করেছেন ১৮ বল, তারপরও ওভার সম্পন্ন করতে পারেননি । ৫টি বৈধ বলের পরই খেলা শেষ হয়ে যায়!
মঙ্গলবার লিস্টারে হওয়া ম্যাচটিতে শুরুতে ব্যাট করা অস্ট্রেলিয়ান সাবেকদের দল ১১.৫ ওভারে অলআউট হয় ৭৪ রানে। ৭ ওভার শেষে পাকিস্তানের সাবেকদের দলের রান ছিল বিনা উইকেটে ৫৫ রান।
অষ্টম ওভারে অধিনায়ক ব্রেট লি বল তুলে দেন জন হ্যাসটিংসের হাতে। অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট আর ৩৮টি সাদা বলের ম্যাচ খেলা এই পেসার প্রথম ৫টি বল করেন ওয়াইড।
ব্যাটিংয়ে ছিলেন শোয়েব মাকসুদ ও শারজিল খান। টানা পাঁচটি ওয়াইডে হ্যাস্টিংসের চেয়ে বেশি বিরক্ত হচ্ছিলেন পাকিস্তানি ব্যাটাররাই। কোনটা যাচ্ছিল অফস্টাম্পের অনেক বাইরে তো কোনটা লেগ স্টাম্পের হাত দুয়েক বাইরে দিয়ে। ষষ্ঠ বলে একটি সিঙ্গেলের পর সপ্তম বলে বাউন্ডারি মরেন শারজিল খান।
অষ্টম বলটি নো। এরপর ওয়াইড, পরের বলটি লেগ বাই, এরপর আবার ওয়াইড। একটি ডট ও সিঙ্গেলের পর আবার শুরু টানা ওয়াইড করা! সবমিলিয়ে ওভারটিতে ৫টি বৈধ বল করেছেন তিনি। ৭.৫ ওভারেই অস্ট্রেলিয়ার স্কোর পেরিয়ে যায় পাকিস্তান। বাকি ১টি বল আর করতে হয়নি তাকে।
আরকে/সবা

























