বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার পলাতক আসামি ও ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াসিন শরীফ মজুমদার (৪২)–কে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ভাঙা বাড়িটি দেখতে গেলে ধানমন্ডি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এ ভবনটি জনতার বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয়। সে ঘটনার স্মৃতি দেখতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েন ইয়াসিন।
গ্রেফতার ইয়াসিন শরীফ মজুমদার স্থানীয় প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা একজন রাজনীতিক। তিনি পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা এবং তার বড় মেয়ের জামাতা। পাশাপাশি বিআরডিবির চেয়ারম্যান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এক সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, “আমরা জানতে পেরেছি ইয়াসিনকে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ গ্রেফতার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইয়াসিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ফেনীর মহিপাল এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডে একটি মামলা রয়েছে, যা পুলিশ নিশ্চিত করেছে।























