দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার বাইরে রয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস দিয়ে তার শক্তিশালী কমব্যাকের ইঙ্গিত মিলেছিল। কিন্তু বর্তমানে তার চলচ্চিত্রের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্যে আনুশকা যেন নিজের জীবনের নতুন অধ্যায় খুঁজে পেয়েছেন।
মাতৃত্বের আনন্দে ভরা আনুশকা শর্মা এখন অভিনয়ের চেয়ে ‘মা’ হিসেবে নিজের পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন। বিরাট কোহলি ও আনুশকার দিনগুলো কাটছে দুই সন্তান, ভামিকা ও অকায়েকে ঘিরে। ফেব্রুয়ারিতে ছোট ছেলে অকায় দুই বছরের হয়ে যাবে।
আর বড় মেয়ে ভামিকার পাঁচ বছরের জন্মদিনে যেন নিজের অন্তরের ভাব প্রকাশ করলেন অভিনেত্রী। সন্তানদের কোলাহল আর ঘরকন্যার ব্যস্ততায় এতটাই মগ্ন আছেন আনুশকা, যে অভিনয় জগতে ফিরে যাওয়ার চেয়ে মা হিসেবে দায়িত্ব পালনই তার কাছে এখন সেরা সুখ।

সম্প্রতি ভামিকার জন্মদিনে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আনুশকা। সেখানে তিনি জানান, মাতৃত্ব তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। আনুশকা লিখেছেন, ‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’
গত দেড় বছর ধরে এই তারকা জুটি লন্ডনে অবস্থান করছেন, যাতে ফটোশিকারিদের ক্যামেরার ঝলকানি থেকে সন্তানদের নিরাপদে রাখা যায়। সেখানে তারা শুধু ঘরকন্না ও সংসারের দায়িত্বে মনোনিবেশ করেননি, বরং আধ্যাত্মিক চর্চাতেও নিয়মিত সময় দিচ্ছেন। মাঝে মাঝে তাদের দেখা মেলে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের দরবারেও।
এমআর/সবা


























