০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁও বাস স্টেশনে ব্যবসায়িক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

oplus_2

ঈদগাঁও বাস স্টেশন সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে।
মাঝখানে দুইবার বিরতি দিয়ে সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাস স্টেশনের নাজিম মার্কেটের আন্ডার গ্রাউন্ড সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে স্থাপিত ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন কমিশন, সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স আয়োজিত এ নির্বাচনে সাতটি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে চারজন অন্যান্য সকল পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে মোট ভোটার ছিল ১৪৬ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪৪ জন। নির্বাচন কমিশনার ছিলেন ইঞ্জিনিয়ার কাউসার মাহমুদ সাইমুম, তৈয়ব তাহের, মামুনুর রশিদ, হেলাল উদ্দিন ও জয়নাল আবেদীন। ভোট গ্রহণ কর্মকর্তা ছিলেন মাস্টার মনজুর আলম ও মাস্টার সরওয়ার কামাল। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যবসায়ী- ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। পুরো মার্কেট ছেয়ে যায় পোস্টার, ব্যানার ও লিফলেটে। সভাপতি পদের প্রার্থী মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক পদের প্রার্থী শাহজাহান মনির কোম্পানি ও ওবাইদুর রহমান পৃথক প্রতিক্রিয়ায় নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সমিতির ভোটার জসীম উদ্দীন, দিলীপ শর্মা ও মোহাম্মদ ইমরান জানান, মার্কেটের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা বিধান, আগত ক্রেতা সাধারণের সন্তুষ্টি অর্জন, মার্কেটকে বখাটে ও টোকাই মুক্ত করা, মার্কেটে সম্মুখে গাড়ি পার্কিং বন্ধ করা ও ব্যবসায়ীদের মধ্যকার যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান পাওয়াই তাদের প্রধান প্রধান দাবী সমূহ।

দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে জমির উদ্দিন (সওঃ), সহ-সভাপতি পদে মনজুর আলম, সাধারণ সম্পাদক পদে শাহজান মনির (কোম্পানি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ফয়সাল, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান ও প্রচার সম্পাদক পদে আরমানুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা কালে নির্বাচন কমিশনার, ভোট গ্রহণ কর্মকর্তা, সাংবাদিক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থী মনোনীত এজেন্ট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ আত্মপ্রকাশ করলো রাজধানীতে

ঈদগাঁও বাস স্টেশনে ব্যবসায়িক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

ঈদগাঁও বাস স্টেশন সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে।
মাঝখানে দুইবার বিরতি দিয়ে সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাস স্টেশনের নাজিম মার্কেটের আন্ডার গ্রাউন্ড সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে স্থাপিত ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন কমিশন, সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স আয়োজিত এ নির্বাচনে সাতটি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে চারজন অন্যান্য সকল পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে মোট ভোটার ছিল ১৪৬ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪৪ জন। নির্বাচন কমিশনার ছিলেন ইঞ্জিনিয়ার কাউসার মাহমুদ সাইমুম, তৈয়ব তাহের, মামুনুর রশিদ, হেলাল উদ্দিন ও জয়নাল আবেদীন। ভোট গ্রহণ কর্মকর্তা ছিলেন মাস্টার মনজুর আলম ও মাস্টার সরওয়ার কামাল। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যবসায়ী- ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। পুরো মার্কেট ছেয়ে যায় পোস্টার, ব্যানার ও লিফলেটে। সভাপতি পদের প্রার্থী মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক পদের প্রার্থী শাহজাহান মনির কোম্পানি ও ওবাইদুর রহমান পৃথক প্রতিক্রিয়ায় নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সমিতির ভোটার জসীম উদ্দীন, দিলীপ শর্মা ও মোহাম্মদ ইমরান জানান, মার্কেটের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা বিধান, আগত ক্রেতা সাধারণের সন্তুষ্টি অর্জন, মার্কেটকে বখাটে ও টোকাই মুক্ত করা, মার্কেটে সম্মুখে গাড়ি পার্কিং বন্ধ করা ও ব্যবসায়ীদের মধ্যকার যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান পাওয়াই তাদের প্রধান প্রধান দাবী সমূহ।

দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে জমির উদ্দিন (সওঃ), সহ-সভাপতি পদে মনজুর আলম, সাধারণ সম্পাদক পদে শাহজান মনির (কোম্পানি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ফয়সাল, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান ও প্রচার সম্পাদক পদে আরমানুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা কালে নির্বাচন কমিশনার, ভোট গ্রহণ কর্মকর্তা, সাংবাদিক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থী মনোনীত এজেন্ট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।