আগামী দুই কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা না হলে ক্যাম্পাসে শাটডাউন ও আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক তামজিদ উদ্দিন।
তিনি বলেন, “৩৬ বছরেও চবিতে চাকসু নির্বাচন হয়নি। প্রশাসন রোডম্যাপ দেওয়ার কথা বললেও এখনো তা প্রকাশ হয়নি। আমরা আর রোডম্যাপ চাই না, সরাসরি তফসিল চাই। না হলে কঠোর কর্মসূচিতে যাব।”
তিনি আরও অভিযোগ করেন, শাটল ট্রেনে নিরাপত্তাহীনতা ও শিডিউল বিপর্যয় চলছে, অনলাইন ব্যাংকিং কার্যকর হয়নি এবং হলগুলোতে নিম্নমানের খাবার পরিবেশিত হচ্ছে— এসব সমস্যার দ্রুত সমাধানও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব রোমান রহমান, যুগ্ম সদস্য সচিব সবুজ, আবু হানিফ, মারুফ খান, দিদার মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


























