সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির ক্ষিরিতলা রেখার মোড় থেকে প্রতাবদিঘী পর্যন্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছে এক দল যুবক।
গত শনিবার সকালে এই ব্যতিক্রমী প্রতিবাদের সাথে তারা দাবি করেন রাস্তাটি পাকাকরনের।
ক্ষিরিতলা রেখার মোড় থেকে খোদাতপুর কবরস্থান পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ কাঁচা কর্দমাক্ত রাস্তা দিয়ে বৃষ্টির দিনে পায়ে হেঁটে যাতায়াত করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। গত কয়েক বছর আগে রাস্তায় কর্মসূচির কাজ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অত্র রাস্তা দিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থানের নিয়মিত কয়েক হাজার লোকজন যাতায়াত করে। ষাটোর্ধ আবু তাহের বলেন, স্বাধীনতার পর এ রাস্তায় কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন বঞ্চিত প্রতাবদিঘী ও ক্ষিরিতলা এলাকার অধিকাংশ মানুষের আবাদী ফসল বৃষ্টির দিনে হাটবাজারে নেওয়া কষ্টকর হয়। তীব্র প্রতিবাদে চারা লাগানোর সময় হারুন অর রশিদ, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, বাবু হোসেন, ইব্রাহিম সহ উপস্থিত জনগণ আক্ষেপ করে বলেন, যে রাস্তা দিয়ে চলাচল করা যায় না, সেটা রাস্তা না ক্ষেত তাই ধানের চারা লাগাচ্ছি। ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের সংযোগ সড়কের জন্য উক্ত রাস্তাটির আবেদন করা হয়েছে। রাস্তাটি রায়গঞ্জ উপজেলার এলজিইডির আইডি ভুক্ত।

























