কাপ্তাই বাঁধের গেইট সাড়ে তিন ফুট করে খুলে দেয়ায় ও বৃষ্টিপাত কমে আসায় সুফল পেতে শুরু করছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা।
গত এক সপ্তাহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকে দ্রুত পানি কমতে শুরু করেছে। এরইমধ্যে ডুবে যাওয়া ৫ টি সড়ক ভেসে ওঠেছে। বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করছে মানুষ।
এদিকে সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল।
এদিকে উপজেলার মধ্যমপাড়া, মাদ্রাসা পাড়ায় ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

























