কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামের মাদক ব্যবসায়ী সানাউল্লাহ মুন্সিকে (৪০) গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সানাউল্লাহ মুন্সি বি চাপিতলা গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায় যে, বাঙ্গরা বাজার থানার এস আই বিশ্বজিৎ দাস ও এ এস আই আলআমিন(২) এর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের একটি টিম রামচন্দ্রপুর উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মুন্সি কে গ্রেফতার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সানাউল্লাহ মুন্সি নামের একজন কে গ্রেফতার করেছি,
আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম
বাঙ্গরায় মাদক ব্যবসায়ী সানাউল্লাহ ইয়াবাসহ গ্রেফতার
-
মুরাদনগর প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- ।
- 91
জনপ্রিয় সংবাদ























