০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে সাংবাদিক হেলাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, আটক ১

লালমনিরহাটের সাপ্তাহিক আলোরমনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক চিত্রপত্রিকার সাংবাদিক হেলাল হোসেন কবিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে তার নিজ বাড়ির সামনে তার উপর হামলা চালায় ও জোরপূর্বক তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক হেলাল হোসেন কবির পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার ওপর হামলা চালায়। এ সময় তার পকেটে থাকা ১৭,৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। চিৎকার করলে আব্দুল আজিজ (৪০) দা দিয়ে তার গলায় আঘাত করে, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সোহরাব হোসেন (৫০) তার বুকের ওপর বসে গলায় চাপ প্রয়োগ করলে তিনি শ্বাস নিতে না পেরে মুখ দিয়ে রক্ত ফেলতে থাকেন। পরে আসামিরা তাকে টেনে-হিঁচড়ে প্রায় ৫০ গজ দূরে আবুল হোসেন বিদেশী (৪৬) এর বাড়ির কাছে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা চালায়।

হেলালের চিৎকার শুনে তার মা ও বোন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হেলাল, তার মা ও ছোট বোনের উপর হামলা ও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এই হামলা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং মূল উদ্দেশ্য ছিল হেলাল হোসেনকে হত্যা করা। উল্লেখ্য, ২০১৩ সালেও দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছিল।

এ ঘটনায় হেলাল হোসেন নিজে বাদী হয়ে লালমনিরহাট থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই মকরা ঢঢগাছ এলাকার বাসিন্দা। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো:সোহরাব হোসেন (৫০) কে মকরা ঢঢগাছ এলাকা থেকে গ্রেফতার করেছে।

লালমনিরহাট থানার ওসি মোহাম্মদ নূর নবী জানান, আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেলার সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল হামলাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সাংবাদিক হেলাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, আটক ১

আপডেট সময় : ১২:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

লালমনিরহাটের সাপ্তাহিক আলোরমনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক চিত্রপত্রিকার সাংবাদিক হেলাল হোসেন কবিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে তার নিজ বাড়ির সামনে তার উপর হামলা চালায় ও জোরপূর্বক তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক হেলাল হোসেন কবির পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার ওপর হামলা চালায়। এ সময় তার পকেটে থাকা ১৭,৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। চিৎকার করলে আব্দুল আজিজ (৪০) দা দিয়ে তার গলায় আঘাত করে, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সোহরাব হোসেন (৫০) তার বুকের ওপর বসে গলায় চাপ প্রয়োগ করলে তিনি শ্বাস নিতে না পেরে মুখ দিয়ে রক্ত ফেলতে থাকেন। পরে আসামিরা তাকে টেনে-হিঁচড়ে প্রায় ৫০ গজ দূরে আবুল হোসেন বিদেশী (৪৬) এর বাড়ির কাছে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা চালায়।

হেলালের চিৎকার শুনে তার মা ও বোন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হেলাল, তার মা ও ছোট বোনের উপর হামলা ও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এই হামলা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং মূল উদ্দেশ্য ছিল হেলাল হোসেনকে হত্যা করা। উল্লেখ্য, ২০১৩ সালেও দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছিল।

এ ঘটনায় হেলাল হোসেন নিজে বাদী হয়ে লালমনিরহাট থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই মকরা ঢঢগাছ এলাকার বাসিন্দা। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো:সোহরাব হোসেন (৫০) কে মকরা ঢঢগাছ এলাকা থেকে গ্রেফতার করেছে।

লালমনিরহাট থানার ওসি মোহাম্মদ নূর নবী জানান, আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেলার সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল হামলাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।