০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মো. শরীফুল ইসলাম (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও ওই গ্রামের মো. নজরুল ইসলামের বড় ছেলে এবং পরিবারের একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে গরুকে ঘাস খাওয়াতে বাইরে গেলে শরীফুলের ওপর বজ্রপাত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই শরীফুল মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ সুরতহাল শেষে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ধর্মীয় মর্যাদায় তার দাফন কার্য সম্পন্ন হচ্ছে।

এদিকে, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মো. শরীফুল ইসলাম (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও ওই গ্রামের মো. নজরুল ইসলামের বড় ছেলে এবং পরিবারের একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে গরুকে ঘাস খাওয়াতে বাইরে গেলে শরীফুলের ওপর বজ্রপাত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই শরীফুল মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ সুরতহাল শেষে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ধর্মীয় মর্যাদায় তার দাফন কার্য সম্পন্ন হচ্ছে।

এদিকে, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এমআর/সবা