জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে কিছু দল নির্বাচনের পথে বাধা দিতে চাইছে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “৫ আগস্ট গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিলাম, আবারও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করা হবে।”
তারা আরও বলেন, দলের ভেতরে অপরাধীদের স্থান নেই। কয়েকজনের কারণে দলের বদনাম হতে দেওয়া হবে না।
এসময় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এমআর/সবা

























