খাগড়াছড়ি দীঘিনালায় বোয়ালখালী বাজারে ঔষধের ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ রাখা অপরাধে ৬টি ফামের্সীর মালিককে ৫হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ৬টি ঔষধের ফামের্সীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ রাখা অপরাধ ভোক্তাধিকার আইন ২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রট মুহাম্মদ ইনামুল হাছান জরিমানা করেন।
এসময় ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, প্রাথমিক ভাবে ফামের্সী মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। ফামের্সীতে যাতে তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ না রাখে আর ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ হাসপাতালে পাঠিয়ে দেয়। গরীব দু:খি রোগীদের মাঝে মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। দীঘিনালা উপজেলায় এধরণের অভিযান অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা স্যানিটারি ইন্সপেক্টর তুজিম চাকমা ও দীঘিনালা থানা প্রতিনিধি।
এসএস/সবা
শিরোনাম
মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ রাখায় জরিমানা
-
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- ।
- 99
জনপ্রিয় সংবাদ


























