১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুধু অভিনয় নয়, ব্যবসাতেও সফল তারা

এক সময় বলিউড অভিনেত্রী মানেই ছিলেন কেবল পর্দার সীমানায় সীমাবদ্ধ। তবে এখন আর শুধু অভিনয় নয়, বহু অভিনেত্রী ব্যবসার জগতেও সমানভাবে দাপট দেখাচ্ছেন। কেউ রেস্তোরাঁ, কেউ শিশুদের পোশাক, আবার কেউ স্কিনকেয়ার ও বিউটি ব্র্যান্ড নিয়ে ব্যবসায়িক জগতেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

দীপিকা পাডুকোন, ‘৮২-ই’
২০২২ সালে দীপিকা পাডুকোন চালু করেন নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড ৮২-ই। ভারতীয় উপকরণ দিয়ে তৈরি নানা ধরনের সেল্ফ-কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় এই ব্র্যান্ডে।

শিল্পা শেঠি, ‘বেসটিয়ান’
শিল্পা শেঠি রেস্তোরাঁ ব্যবসায় পা রাখেন বেসটিয়ান দিয়ে। বর্তমানে তিনি দেশের বিভিন্ন জায়গায় একাধিক বেসটিয়ান ব্র্যান্ডের সহ-মালিক। বলিউড সেলিব্রিটিদের কাছে এটি এখন অন্যতম জনপ্রিয় ডাইনিং স্পট।

 

আলিয়া ভাট, ‘ইড-অ্যা-মামমা’
২০২০ সালে আলিয়া ভাট প্রতিষ্ঠা করেন শিশুদের পোশাকের ব্র্যান্ড ইড-অ্যা-মামমা। প্রাকৃতিক উপাদানে তৈরি ও পরিবেশবান্ধব পোশাক দিয়েই তিনি শিশুদের ফ্যাশনে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

কৃতি শ্যানন, ‘হাইফেন’
২০২৩ সালে কৃতি শ্যানন বাজারে আনেন তার স্কিনকেয়ার ব্র্যান্ড হাইফেন। সহজ ও বাস্তবসম্মত স্কিনকেয়ার সমাধান দেওয়ার লক্ষ্য নিয়েই ব্র্যান্ডটি শুরু হয়। এখানে কৃতি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, বরং তিনি নিজেই গবেষণা, ডিজাইন, টেস্টিং এবং গ্রাহক সন্তুষ্টির বিষয়গুলোতেও সরাসরি যুক্ত।

 

ভূমি পেডনেকার, ‘ব্যাক বে’
অভিনেত্রী ভূমি পেডনেকার সম্প্রতি উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন। চালু করেছেন ‘ব্যাক বে’ নামের একটি প্রিমিয়াম কোমল পানীয় ব্র্যান্ড। হিমাচল প্রদেশে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে, যেখানে প্রাকৃতিকভাবে পাওয়া মিনারেল ও ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানি প্রক্রিয়াজাত করা হয়। মানসম্মত হাইড্রেশনের মাধ্যমে বেভারেজ বাজারে নতুন ধারা আনাই তাদের লক্ষ্য।

ক্যাটরিনা কাইফ, ‘কী-বিউটি’
২০১৯ সালে ক্যাটরিনা কাইফ নিজের মেকআপ ব্র্যান্ড কি বিউটি চালু করেন। এটি ভারতের প্রথম কোনো সেলিব্রিটি-অউনড বিউটি ব্র্যান্ড। ধীরে ধীরে এটি ৩০০-রও বেশি রিটেইল স্টোর ও ১৬০০-র বেশি শহরে ছড়িয়ে পড়েছে। সূত্র: ডিএনএ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

শুধু অভিনয় নয়, ব্যবসাতেও সফল তারা

আপডেট সময় : ০৬:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

এক সময় বলিউড অভিনেত্রী মানেই ছিলেন কেবল পর্দার সীমানায় সীমাবদ্ধ। তবে এখন আর শুধু অভিনয় নয়, বহু অভিনেত্রী ব্যবসার জগতেও সমানভাবে দাপট দেখাচ্ছেন। কেউ রেস্তোরাঁ, কেউ শিশুদের পোশাক, আবার কেউ স্কিনকেয়ার ও বিউটি ব্র্যান্ড নিয়ে ব্যবসায়িক জগতেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

দীপিকা পাডুকোন, ‘৮২-ই’
২০২২ সালে দীপিকা পাডুকোন চালু করেন নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড ৮২-ই। ভারতীয় উপকরণ দিয়ে তৈরি নানা ধরনের সেল্ফ-কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় এই ব্র্যান্ডে।

শিল্পা শেঠি, ‘বেসটিয়ান’
শিল্পা শেঠি রেস্তোরাঁ ব্যবসায় পা রাখেন বেসটিয়ান দিয়ে। বর্তমানে তিনি দেশের বিভিন্ন জায়গায় একাধিক বেসটিয়ান ব্র্যান্ডের সহ-মালিক। বলিউড সেলিব্রিটিদের কাছে এটি এখন অন্যতম জনপ্রিয় ডাইনিং স্পট।

 

আলিয়া ভাট, ‘ইড-অ্যা-মামমা’
২০২০ সালে আলিয়া ভাট প্রতিষ্ঠা করেন শিশুদের পোশাকের ব্র্যান্ড ইড-অ্যা-মামমা। প্রাকৃতিক উপাদানে তৈরি ও পরিবেশবান্ধব পোশাক দিয়েই তিনি শিশুদের ফ্যাশনে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

কৃতি শ্যানন, ‘হাইফেন’
২০২৩ সালে কৃতি শ্যানন বাজারে আনেন তার স্কিনকেয়ার ব্র্যান্ড হাইফেন। সহজ ও বাস্তবসম্মত স্কিনকেয়ার সমাধান দেওয়ার লক্ষ্য নিয়েই ব্র্যান্ডটি শুরু হয়। এখানে কৃতি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, বরং তিনি নিজেই গবেষণা, ডিজাইন, টেস্টিং এবং গ্রাহক সন্তুষ্টির বিষয়গুলোতেও সরাসরি যুক্ত।

 

ভূমি পেডনেকার, ‘ব্যাক বে’
অভিনেত্রী ভূমি পেডনেকার সম্প্রতি উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন। চালু করেছেন ‘ব্যাক বে’ নামের একটি প্রিমিয়াম কোমল পানীয় ব্র্যান্ড। হিমাচল প্রদেশে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে, যেখানে প্রাকৃতিকভাবে পাওয়া মিনারেল ও ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানি প্রক্রিয়াজাত করা হয়। মানসম্মত হাইড্রেশনের মাধ্যমে বেভারেজ বাজারে নতুন ধারা আনাই তাদের লক্ষ্য।

ক্যাটরিনা কাইফ, ‘কী-বিউটি’
২০১৯ সালে ক্যাটরিনা কাইফ নিজের মেকআপ ব্র্যান্ড কি বিউটি চালু করেন। এটি ভারতের প্রথম কোনো সেলিব্রিটি-অউনড বিউটি ব্র্যান্ড। ধীরে ধীরে এটি ৩০০-রও বেশি রিটেইল স্টোর ও ১৬০০-র বেশি শহরে ছড়িয়ে পড়েছে। সূত্র: ডিএনএ।

এমআর/সবা