চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আরও নতুন চারটি পদ সংযোজনের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি শাখা। নতুন চারটি পদ হলো আদিবাসী অধিকার বিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এবং অনুষদ ভিত্তিক সম্পাদক। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) অফিসে ‘চাকসু গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা ও দ্রততম সময়ে তফসিল ঘোষণার’ দাবিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সভাপতি জশদ জাকির নতুন ৪ সম্পাদক পদ সংযোজন প্রসঙ্গ তুলে ধরে বলেন, আদিবাসী অধিকার বিষয়ক সম্পাদক পদ:
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভৌগোলিক কারণেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। পাহাড় থেকে সমতলে এমনকি এই বিশ্ববিদ্যালয়েও আদিবাসীরা বঞ্চিত ও অবহেলিত থাকার দরুন ‘আদিবাসী অধিকার বিষয়ক সম্পাদক’ পদ থাকা অত্যাবশ্যক। সম্পাদক আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত হবেন এবং এই সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করে যাবেন।
পরিবহন সম্পাদক পদ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন সম্পাদকের দায়িত্ব ও কর্মপরিধি বিস্তৃত এবং খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসে শাটল বাস প্রদান করা ও পর্যবেক্ষণে পরিবহন অফিসের সঙ্গে কাজ করবেন। সম্পাদক সকল রুটে প্রয়োজনীয় বাস, ট্রিপ সংখ্যা বৃদ্ধি এবং শাটলের ট্রেনের নিরাপত্তা, সুবিধা-অসুবিধা ও শিডিউল নিয়ে কাজ করবেন।
কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক:
কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকের কার্যপরিধি প্রসারিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, চাকসু ক্যাফেটেরিয়াসহ সকল অনুষদ ও ইন্সটিটিউটভিত্তিক ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনে সুলভ মূল্যে খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করতে হবে। ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনগুলোর মেন্যু তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত করার বিষয়টি এই সম্পাদককে নিশ্চিত করতে হবে। এছাড়াও, বাণিজ্যিক ফুড-কোর্ট বাতিল করে প্রশাসনিকভাবে প্রতিটি অনুষদে ক্যান্টিন স্থাপনের জন্য প্রশাসনকে বাধ্য করতে এই পদ ভূমিকা রাখবে।
অনুষদ ভিত্তিক সম্পাদক:
অনুষদ ভিত্তিক সম্পাদকের কার্যপরিধি বিস্তৃত। অনুষদ এর ক্লাসরুম সঙ্কট, সেশন জট, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক কাজ করবে অনুষদ ভিত্তিক সম্পাদক।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সভাপতি রেদুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক রাম্নাসাইন মারমা, দপ্তর সম্পাদক শাহ জাহান-জান, রাজনৈতিক শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশরেফুল হক রাকিব সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস/সবা
শিরোনাম
চাকসুতে আরও নতুন ৪ পদ সংযোজনের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- ।
- 74
জনপ্রিয় সংবাদ




















