লালমনিরহাটে টিএসপি সার বাজার থেকে উধাও হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সংকট দেখিয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করছে।
সরকারি নির্দেশনায় প্রতি বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা হলেও জেলার বিভিন্ন উপজেলায় কৃষকদের কাছ থেকে ১,৬০০ থেকে ১,৭০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। আদিতমারীতে এ দাম পৌঁছেছে ২,০০০ থেকে ২,৫০০ টাকায়। প্রতি কেজিতে ৪০-৫০ টাকা পর্যন্ত নিচ্ছে বিক্রেতারা।
কৃষকরা জানান, ডিলাররা সার মজুদ রেখে বাজারে সংকট তৈরি করছে। অনেকে বাধ্য হয়ে ইউরিয়া, ডিএপি বা এমওপি ব্যবহার করছেন। খুচরা বিক্রেতাদের দাবি, তারাও ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। এখন পর্যন্ত কোনো অভাব নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/সবা

























