০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ রাণীনগরে ক্ষতিকর জাল ধ্বংস

চলছে বর্ষাকাল। এই বর্ষাকালে জেনে শুনে মানুষ অবৈধ ভাবে ক্ষতিকর রিং, ক্যারেন্ট, সুতিসহ বিভিন্ন জাল দিয়ে মাছ নিধন করে আসছে। যার ফলে প্রতিদিনই দেশের খাল-বিল, নদী-ডোবা থেকে দেশীয় জাতসহ বিভিন্ন জাতের বিভিন্ন আকারের মাছ হারিয়ে যাচ্ছে। দিন দিন এমন ক্ষতিকর জালের আধিক্য বেড়েই চলেছে। জনবল সংকট নিয়ে এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা পর্যায়ের মৎস্য অফিসগুলো। তবুও প্রশাসনের সহযোগিতা নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে উপজেলা মৎস্য অফিস।
তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সুতি ও কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। ৩০ আগস্ট (শনিবার) উপজেলার ২নং স্লুইস গেটে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি সুতি জাল উচ্ছেদ ও বিনষ্ট করা হয় যার আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। অপরদিকে উপজেলার ত্রিমোহনী হাটে দুপুরে মোবাইল কোর্ট করে ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়। এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক আত্রাই উপজেলার নবাবের তাম্বু এলাকার ব্যবসায়ী আকরাম হোসেনের ১০০০ টাকা জরিমানা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান। এসময় সহকারী মৎস্য অফিসার মো: আইয়ূব আলী ও থানা পুলিশ সঙ্গে ছিলেন। এই সব ক্ষতিকর জালের মাধ্যমে অবৈধ ভাবে যারা মাছ নিধন করছেন আগামীতে নিয়মিত ভাবে তাদের বিরুদ্ধে এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

নওগাঁ রাণীনগরে ক্ষতিকর জাল ধ্বংস

আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

চলছে বর্ষাকাল। এই বর্ষাকালে জেনে শুনে মানুষ অবৈধ ভাবে ক্ষতিকর রিং, ক্যারেন্ট, সুতিসহ বিভিন্ন জাল দিয়ে মাছ নিধন করে আসছে। যার ফলে প্রতিদিনই দেশের খাল-বিল, নদী-ডোবা থেকে দেশীয় জাতসহ বিভিন্ন জাতের বিভিন্ন আকারের মাছ হারিয়ে যাচ্ছে। দিন দিন এমন ক্ষতিকর জালের আধিক্য বেড়েই চলেছে। জনবল সংকট নিয়ে এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা পর্যায়ের মৎস্য অফিসগুলো। তবুও প্রশাসনের সহযোগিতা নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে উপজেলা মৎস্য অফিস।
তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সুতি ও কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। ৩০ আগস্ট (শনিবার) উপজেলার ২নং স্লুইস গেটে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি সুতি জাল উচ্ছেদ ও বিনষ্ট করা হয় যার আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। অপরদিকে উপজেলার ত্রিমোহনী হাটে দুপুরে মোবাইল কোর্ট করে ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়। এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক আত্রাই উপজেলার নবাবের তাম্বু এলাকার ব্যবসায়ী আকরাম হোসেনের ১০০০ টাকা জরিমানা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান। এসময় সহকারী মৎস্য অফিসার মো: আইয়ূব আলী ও থানা পুলিশ সঙ্গে ছিলেন। এই সব ক্ষতিকর জালের মাধ্যমে অবৈধ ভাবে যারা মাছ নিধন করছেন আগামীতে নিয়মিত ভাবে তাদের বিরুদ্ধে এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।
এসএস/সবা