০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নবরূপে সেজেছে উত্তরের বৃক্ষ জাদুঘর 

সিদ্দিকুর রহমান, বেরোবি প্রতিনিধি
হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সিঁড়ি বেয়ে ষোল বছরে পদার্পণ করছে বৃক্ষের জাদুঘর খ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বর্তমানে সেশনজট শূন্যের কোঠায় । শিক্ষা ও গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে। সিমাগো র‍্যাঙ্কিং-২০২৩: গবেষণায় দেশ সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।  আগামী বৃহস্পতিবার (১২ অক্টোবর) ১৫ তম  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে পুরো ক্যাম্পাস  বর্ণিল সাজে সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১২ ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে।এরপর ২০০৯ সালে এর নাম পরিবর্তন করে নারী জাগরণের অগ্রদূত, মহীয়সী নারীর নামে নামকরণ করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানান সাজে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়েছে বেরোবি ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রাশাসনিক ভবন, স্বাধীনতা স্মারক, শহিদ মিনার, বঙ্গবন্ধু মূরাল, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সহ আবাসিক হল গুলোকে সাজানো হয়েছে। রাতের বেলায় জ্বল জ্বল আলোতে মনে হয় এই এক নতুন বেরোবি। শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কাজ করছে।
বাহিরের অনেক দর্শনার্থীরাও ক্যাম্পাস দেখতে আসেন।অনেকে পরিবার পরিজন কেউ আবার প্রিয়জন নিয়ে ঘুরতে আসেন ক্যাম্পাসে।ক্যাম্পাসের রাস্তায় যাতায়াতকারী সবার দৃষ্টি আকর্ষণ করছে বর্ণিল এ আলোকসজ্জা।
ইংলিশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া বলেন, সবুজে ঘেরা এই ক্যাম্পাসে এটি আমার প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হতে যাচ্ছে। নবরূপে সেজেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। হরেক রকমের বর্ণিল আলোকজ্জ্বা দেখে মনের মধ্যে এক দারুণ উচ্ছ্বাস কাজ করছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, বেরোবির সবুজে ঘেরা যেন এক স্বর্গ রাজ্য। চারদিকে কত আয়োজন, কত রং, কত নতুন স্বপ্ন। তোমার জন্মদিনকে স্মরনীয় করে রাখার জন্য চলছে বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারেও দিনটিকে স্বরণে রাখতে  বৃহস্পতিবার( ১২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

নবরূপে সেজেছে উত্তরের বৃক্ষ জাদুঘর 

আপডেট সময় : ০২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
সিদ্দিকুর রহমান, বেরোবি প্রতিনিধি
হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সিঁড়ি বেয়ে ষোল বছরে পদার্পণ করছে বৃক্ষের জাদুঘর খ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বর্তমানে সেশনজট শূন্যের কোঠায় । শিক্ষা ও গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে। সিমাগো র‍্যাঙ্কিং-২০২৩: গবেষণায় দেশ সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।  আগামী বৃহস্পতিবার (১২ অক্টোবর) ১৫ তম  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে পুরো ক্যাম্পাস  বর্ণিল সাজে সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১২ ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে।এরপর ২০০৯ সালে এর নাম পরিবর্তন করে নারী জাগরণের অগ্রদূত, মহীয়সী নারীর নামে নামকরণ করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানান সাজে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়েছে বেরোবি ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রাশাসনিক ভবন, স্বাধীনতা স্মারক, শহিদ মিনার, বঙ্গবন্ধু মূরাল, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সহ আবাসিক হল গুলোকে সাজানো হয়েছে। রাতের বেলায় জ্বল জ্বল আলোতে মনে হয় এই এক নতুন বেরোবি। শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কাজ করছে।
বাহিরের অনেক দর্শনার্থীরাও ক্যাম্পাস দেখতে আসেন।অনেকে পরিবার পরিজন কেউ আবার প্রিয়জন নিয়ে ঘুরতে আসেন ক্যাম্পাসে।ক্যাম্পাসের রাস্তায় যাতায়াতকারী সবার দৃষ্টি আকর্ষণ করছে বর্ণিল এ আলোকসজ্জা।
ইংলিশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া বলেন, সবুজে ঘেরা এই ক্যাম্পাসে এটি আমার প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হতে যাচ্ছে। নবরূপে সেজেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। হরেক রকমের বর্ণিল আলোকজ্জ্বা দেখে মনের মধ্যে এক দারুণ উচ্ছ্বাস কাজ করছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, বেরোবির সবুজে ঘেরা যেন এক স্বর্গ রাজ্য। চারদিকে কত আয়োজন, কত রং, কত নতুন স্বপ্ন। তোমার জন্মদিনকে স্মরনীয় করে রাখার জন্য চলছে বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারেও দিনটিকে স্বরণে রাখতে  বৃহস্পতিবার( ১২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।