বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ফটিকছড়ি পৌর সদরে স্থানীয় বিএনপির দুই গ্রুপ পৃথক কর্মসূচি পালন করেছে। সংঘাতের শঙ্কা উড়িয়ে দিয়ে অত্যান্ত জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে দুটি শেষ হয়।
বিকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক অবসরপ্রাপ্ত কর্ণেল আজিম উল্লাহ বাহার। শোভাযাত্রা পূর্বক সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় অবসরপ্রাপ্ত কর্ণেল আজিম উল্লাহ বাহার বলেছেন, যাঁরা ভোটকে ভয় পাচ্ছন, তাঁরা পিআর খুঁজেন। গাঁজাখুরি দাবী পরিহার করে ভোটের মাঠে আসার আহবান জানান তিনি।
অন্যদিকে, একই সময়ে ফটিকছড়ি সদরের রাজঘাট মাঠে পৌর বিএনপির ব্যানারে বিশাল সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সরওয়ার আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে ভোট হবে, কোন রাজনৈতিক শক্তি নেই ভোট বানচাল করতে পারবে।





















