০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‎পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে ৩ বিজিবি

‎খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে ফের ভারতীয় পণ্য আটক করেছে ৩ বিজিবি। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোগাং ইউপির গিলাতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে লোগাং জোনের আওতাধীন গিলাতলী বিওপির টহল দল।

‎বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত টহলে বের হলে সন্দেহজনকভাবে বহির্মুখী কিছু মালামাল চোখে পড়ে। পরে সেগুলো জব্দ করা হয়।

‎আটককৃত পণ্যের মধ্যে রয়েছে— সিস্টেম প্লাস ২০ বোতল, হক শাহাজাদি জর্দা ২০ প্যাকেট, ন্যাপস্যাক স্প্রে মেশিন ১টি, রসুন ২০ কেজি, জামা ৩টি, চেপা শুঁটকি ১১ কেজি, জুতা ৪ জোড়া, প্রাণ লাচ্ছি ১২ প্যাকেট, রাইচ ১০ ইসি, প্রবিন ভেট ১টি, অ্যাবাটিন ২টি এবং প্রমি ইনস্ট্যান্ট ট্রি ১টি। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার ৬২৯ টাকা।

‎অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে ৩ বিজিবি কর্তৃপক্ষ জানায়— সীমান্তে যে কোনো ধরনের অনিয়ম রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত

‎পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে ৩ বিজিবি

আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

‎খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে ফের ভারতীয় পণ্য আটক করেছে ৩ বিজিবি। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোগাং ইউপির গিলাতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে লোগাং জোনের আওতাধীন গিলাতলী বিওপির টহল দল।

‎বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত টহলে বের হলে সন্দেহজনকভাবে বহির্মুখী কিছু মালামাল চোখে পড়ে। পরে সেগুলো জব্দ করা হয়।

‎আটককৃত পণ্যের মধ্যে রয়েছে— সিস্টেম প্লাস ২০ বোতল, হক শাহাজাদি জর্দা ২০ প্যাকেট, ন্যাপস্যাক স্প্রে মেশিন ১টি, রসুন ২০ কেজি, জামা ৩টি, চেপা শুঁটকি ১১ কেজি, জুতা ৪ জোড়া, প্রাণ লাচ্ছি ১২ প্যাকেট, রাইচ ১০ ইসি, প্রবিন ভেট ১টি, অ্যাবাটিন ২টি এবং প্রমি ইনস্ট্যান্ট ট্রি ১টি। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার ৬২৯ টাকা।

‎অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে ৩ বিজিবি কর্তৃপক্ষ জানায়— সীমান্তে যে কোনো ধরনের অনিয়ম রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।