০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাঠমান্ডুতে নামতে পারেনি বিমান, ১১৪ যাত্রী ফেরত এলো ঢাকায়

নেপালের কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভের কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি অনুকূল না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে পারেনি এবং ফিরে এসে ঢাকায় অবতরণ করেছে। ফলে ঢাকা থেকে কাঠমান্ডুগামী (বিজি ৩৭১) এবং কাঠমান্ডু থেকে ঢাকার (বিজি ৩৭২) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে ১১৪ জন এবং কাঠমান্ডু থেকে ঢাকার ফ্লাইটে ৯৬ জন যাত্রীকে হোটেলে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখায় হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল হয়েছে। বিমান ও এয়ারলাইন সূত্র জানিয়েছে, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কাঠমান্ডুতে নামতে পারেনি বিমান, ১১৪ যাত্রী ফেরত এলো ঢাকায়

আপডেট সময় : ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালের কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভের কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি অনুকূল না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে পারেনি এবং ফিরে এসে ঢাকায় অবতরণ করেছে। ফলে ঢাকা থেকে কাঠমান্ডুগামী (বিজি ৩৭১) এবং কাঠমান্ডু থেকে ঢাকার (বিজি ৩৭২) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে ১১৪ জন এবং কাঠমান্ডু থেকে ঢাকার ফ্লাইটে ৯৬ জন যাত্রীকে হোটেলে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখায় হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল হয়েছে। বিমান ও এয়ারলাইন সূত্র জানিয়েছে, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছে।

এমআর/সবা