লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে। অভিযোগ রয়েছে, স্থানীয় পল্লী চিকিৎসক ও মদাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ নিজের ছোট ভাই কামালের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন।
অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ৩টা ২২ মিনিটে প্রতিপক্ষরা ওই বাড়িতে আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র ও গৃহস্থালির সবকিছু পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে যায় পরিবারটি।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, “যেদিন বাড়িতে আগুন লাগে সেদিন এলাকায় বিদ্যুৎ ছিল না। খুব অল্প সময়েই পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায়।”
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নারী জানান,কারেন্ট না থাকলেও কিভাবে ওই বাড়িতে আগুন লাগলো আর এরকম আগুন এত দ্রুত ছড়ায় এর আগে কখনই দেখিনাই, খড়ের ঘরে আগুন লাগলেও এতটা দাউদাউ করে জ্বলেনা।
তবে অভিযুক্ত মোহাম্মদ আলী জিন্নাহ অভিযোগ অস্বীকার করেছেন। মামলা চলমান থাকায় তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ রয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য উপেক্ষা করে নিজেদের সাথে থাকা কিছু ব্যক্তির তথ্যের ভিত্তিতে ভুয়া প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইয়্যেদ ইমরানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগও উঠেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমনিরহাট ডিভিশনের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, “অনৈতিক সুবিধা নিয়ে প্রতিবেদন তৈরির কোনো সুযোগ নেই। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
এমআর/সবা























